পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা – The Worlds Sweetest Language,
এই যে আপনি দাদা বোন যাই হন,
থাকেন তো বিদেশ মাতৃভাষা বাংলা আর বাংলা বলতে লজ্জা পান,
আজ আমি আপনাদের জানাবো পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা কি তার সম্পর্কে,
বন্ধুরা এই ব্লগ মূলত ব্লোগ্গিং সম্পর্কে তবুও আমি এটি লিখতে বাধ্য হলাম, তার কারণ আপনাকে শেষে জানাবো,
তার আগে জেনে নিন পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা কি ? Worlds Sweetest Language ?
পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা – The Worlds Sweetest Language
;
পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা – The Worlds Sweetest Language হলো : বাংলা (bengali)
আমি কে হই বাংলা ভাষা কে সবথেকে মিষ্টি বলবার, তবে এটি কি মন থেকে আমি বললাম ?
একদম না , মোটেও না, এটি পোস্ট আমি কেন লিখলাম ? সেটির তথ্য এবং ব্লগ সম্পর্কিত ব্লগ হওয়া সত্বেও কেন এই পোস্ট দিলাম ? আমরা জেনে নেবো, তার সাথে কেন বাংলা সবথেকে মিষ্টি শব্দ কেন সেটাও আমরা জানবো,
চলুন তাহলে, সময় নষ্ট না করে জেনে নি,
কেন আমি এই পোস্ট দিতে বাধ্য হলাম ?
বন্ধুরা যারা আমার হিন্দি ব্লগ https://mydreamblog.in নিয়মিত পড়েন উনারা হয়তো জানবেন, আমি থাকি মুম্বাই তে,
এখানে অনেক বাঙালি রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন যখন আপনি পথে নামবেন দেখবেন উনারা বাংলা বলতে লজ্জা পান,
এই কিছুদিন আগে এক মহিলা ট্রেন এ বেশ হিন্দি তে কথা বলে যাচ্ছেন, কোনো কারণে উনার ছোট্ট বাচ্চা ট্রেন এ একপাশে চলে যায়,
আমি তাকে ধরে তার মায়ের কাছে বসিয়ে দি, অবশ্যই বাংলা তে কথা বলে, কারণ মহিলাটি বাঙালি ছিলেন, কিন্তু আমার বাংলা শুনে কেন জানি না উনি বলে উঠলেন ইস্সে হিন্দি শিখাও বাঙ্গালী নেহি, অথচ উনি বাঙ্গালী, বেশ অবাক হলাম,
উনার স্বামী আর স্ত্রী দুজনকে একসাথে প্রশ্ন করলাম দাদা বৌদি আপনারা বাংলায় থাকতেন কোনো সময় এখন না হয় শহুরে বোম্বে বাসি হয়েছেন, তাই বলে হিন্দি সে না হয় ঠিক আছে কিন্তু বাচ্চাকে বাংলা শেখাতে অসুবিধা কোথায় ?
আমার পরিচয় কাজ জানার পর উনাদের মুখ থেকে শব্দ বের হয় নি, আর যদি আপনি এমন ধরণের হয়ে থাকেন, আমার সামনে পড়বেন না, কারণ প্রশ্ন বানে জর্জরিত করতে আপনাকে আমার ১ মিনিট এর বেশি লাগবে না, কথা দিলাম,
এবার আমি উনাদের গুগল সার্চ এ দেখিয়েছিলাম : Worlds Sweetest Language
আর জবাব নিচে দেখুন :

চাইলে আপনি এখুনি দেখে নিতে পারেন, গুগল সার্চ করে, এটি দেখার পর উনারা আর কোনো শব্দ বলতে পারেন নি,
যাই হোক এবার আসি আসল কথায় কেন বাঙ্গালী ল্যাঙ্গুয়েজ সবথেকে মিষ্টি গুগল এ দেখায় ?
পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা বাংলা কেন – The Worlds Sweetest Language BENGALI WHY ?
দেখুন গুগল একটি সার্চ ইঞ্জিন যার নিজের ডাটা থাকে না, অন্যান্য ওয়েবসাইট এ থেকে ডাটা নিয়ে এটি দেখায়,
আর সবথেকে ভালো ডাটা এটি সবথেকে উপরে দেখায়, এর ক্ষেত্রে তার বেতিক্রম নয়, তাই এটি দেখাচ্ছে বাঙ্গালী সবথেকে মিষ্টি শব্দ,
এটি আপনাকে যেকোনো SEO এক্সপার্টস বলে দেবে,
তবে একটু স্ক্রল করলে দেখবে অনেক ওয়েবসাইট এ একই জবাব রয়েছে, তার কারণ কি ?
UNESCO এর সার্ভে অনুসারে সবথেকে মিষ্টি শব্দ বাঙালির ভাষা বাংলা ভাষা তার পারে রয়েছে স্প্যানিশ এবং তৃতীয়া স্থান অধিকার করে নিয়েছে ডাচ শব্দ,
বাংলা শব্দ মিষ্টি বলার কারণ কি ? Why is Bengali called one of the sweetest languages in the world ?
১ – এটির বাক্য গুলি খুব সরল হয়ে থাকে,
২ – কথা বলার জন্যে জিভে খুব কম বল প্রয়োগ করতে হয়,
৩ – শব্দে শেষ শব্দ বেশির ভাগ ক্ষেত্রে ০ দিয়ে শেষ হয়ে থাকে,
৪ – যে কোনো বেক্তি হোক না কেন, বাংলা শব্দ শুনে যদিও সে অপরিচিত হয় আপনার শব্দ শুনে দাঁড়াবে, যদিও হা করে তাকিয়ে থাকবে, 😊
৫- শব্দ মনে রাখার জন্যে সুবিধা কারণ শব্দে “স” খুব বেশি মাত্রায় প্রয়োগ হয়ে থাকে,
- শিখুন blogging সম্পূর্ণ বিনামূল্যে, এখানে ক্লিক করুন,
- এখানে ক্লিক করে জানুন ব্লগ্গিং কি ?
- এখানে ক্লিক করে জানুন ব্লগ্গিং কিভাবে শুরু করা যেতে পারে,
- এখানে ক্লিক করে জানুন ব্লগ থেকে কি করে ইনকাম করা যেতে পারে,
বন্ধুরা আজকের পোস্ট সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা কমপ্লায়েন্ট থাকলে কমেন্ট অথবা ইমেইল করতে পারেন,
good