কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো ? WordPress Series – 1: how-to-install-wordpress-in-bengali
নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে, আসা করি সবাই খুব ভালো আছেন,
আমরা এর আগে জেনেছি ব্লগ কি ? কিভাবে এটি শুরু করা যেতে পারে ? কিভাবে এটি শুরু করা যেতে পারে ?
যদি আপনি এখনো এর সম্পর্কে না পড়ে থাকেন তাহলে ক্লিক করুন এখানে,
বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলুন আমরা জেনে নি ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করা যায় ?
কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো ? How To Install WordPress ? Series-1
আপনাদের আমি জানিয়ে দি, আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো সাব-ডোমেইন এ ইনস্টল করবো,
তাই সবার আগে আমি একটি সাব-ডোমেইন বানাবো,
তাই সেটি আপনাকে আমি আগে জানিয়ে দি,
কিভাবে সাব-ডোমেইন বানানো হয় ? How To Create Sub-Domain ?
# স্টেপ ১ :
প্রথমে আপনাকে আর হোস্টিং এ কন্ট্রোল প্যানেল এ লগইন হতে হবে,
বেশিরভাগ ক্ষেত্রে পেইড হোস্টিং এর কন্ট্রোল প্যানেল সিস্টেমস তৈরী থাকে এরকম ভাবে,
যেটিকে খোলা যায় অনেকটা নিচের রকম সিস্টেম এ :
এর পারে আপনাকে লগইন ইউসার id এবং পাসওয়ার্ড দিয়ে লগইন হতে হবে,
এবং নিচে মতো সার্চ করতে হবে SUBDOMAIN, এর পারে এতে ক্লিক করে নিন,
# স্টেপ ২ :
এখান থেকে আপনি সাব ডোমেইন এর নাম দিয়ে দেবেন, যেমন আমি এখানে দিলাম : store
ডিফল্ট এ আমার সাব ডোমেইন তৈরী হয়ে যাবে : store.yourdomain.com (store.mydreamblog.in)
কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো ? How To Install WordPress ?
# স্টেপ ৩ :
ঠিক একই ভাবে যেভাবে আপনি সার্চ করেছিলেন তেমনি ভাবে সার্চ করতে হবে: SOFTACULOUS
এর পরে নিচের মতো স্ক্রিন আপনার সামনে আপনি দেখতে পাবেন,
# স্টেপ ৪ :
এখানে যে আইকন আপনি দেখতে পাচ্ছেন: WORDPRESS
আপনি এর উপরে ক্লিক করে নিন,
# স্টেপ ৫ :
এখানে install now button এ ক্লিক করুন,
# স্টেপ ৬ :
এখানে PHP ভার্সন সিলেক্ট করে নিন,
installation URL এ ডিফল্ট এ wp এসে থাকে, তাই সেটি রিমুভ অবশ্যই করে নেবেন,
# স্টেপ ৭ :
এখানে admin username এবং password সেট করে নেবেন,
# স্টেপ ৮ :
এখানে ইমেইল id দিয়ে নেবেন,. খেয়াল রাখবেন এটি ভুল যেন না হয়,
কারণ এই ইমেইল id তে ইনস্টলেশন ডিটেলস আসবে emails এর মাধ্যমে,
বন্ধুরা জানিয়ে দি মূলত ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এ ডিফল্ট লগইন হয়ে থাকে : yourdomain/wp-login
যেখান থেকে আপনি যে ইউসার নাম এবং পাসওয়ার্ড দিয়ে থাকবেন ওটির সাহায্যে লগইন করতে পারবেন,
এর পরের টিউটোরিয়াল এ আমরা আমরা শিখবো কিকরে ওয়ার্ডপ্রেস এ থিম ইনস্টল করা হয় ?
কিন্তু তার আগে জেনে নেবো এর সম্পর্কে আরো কিছু তথ্য, তাই সঙ্গে থাকবেন কিন্তু,
আজকের পোস্ট কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো ? WordPress Series – 1 সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই করবেন,
ধন্যবাদ,