দীঘা – আমার ভালোবাসার শহর,
কথায় আছে বাঙালি মানে একটু ঘরমুখী,
তা সে যত পরিশ্রমী হোক না কেন, ঘরের প্রতি আগ্রহ সকলের একটু সবসময় আর তা যদি হয় কেউ থাকেন বিদেশ,
যদি পূর্ব মেদিনীপুর থেকে হয়ে থাকেন কেউ তাহলে আর কোনো কথাই নাই, বাড়ি পৌঁছে আর সোজা দিঘা,
ঠিক ধরেছেন, আমিও মুম্বাই থাকি, আর বাড়ি থেকে মাত্র ১০ কিলোমিটারে ব্যবধান দিঘা,
তাই বাড়ি পৌঁছে সোজা দিঘার সমুদ্র পাড় যেতে আমার বিন্দু মাত্র সময় লাগে না,
দীঘা – আমার ভালোবাসার শহর – Digha My Loving City

ঘোরার নাম নিলে সকল বাঙালির মুখে সবার প্রথমে একটাই শব্দ এসে থাকে, এই শহর টি দীঘা যেটি সকল বাঙালির প্রিয় ভালোবাসার শহর,
শীত , গ্রীস্ম ও বর্ষা তা যে ঋতুই হোক না কেন, ছুটি কিংবা অন্য কোনো স্পেশাল অকেশান এ ঘুরতে হলে সল্প খরচে দিঘা অবশ্য যাওয়া চাই, গোয়া সেটা খুবই খরচের কারণ তাই দিঘা সবচেয়ে আকর্ষক বাঙালির জন্যে,
তা আপনি যদি একা-ও বেড়াতে আসেন এখানে তাহলে, কিংবা ফ্যামিলি নিয়ে এলেও কোনো অসুবিধা আপনার হবে না,
কারণ আজ আমি এখানে আপনাকে সম্পূর্ণ গাইড দিয়ে দেবার চেষ্টা করবো, যাতে কোনো রকম ভাবে কোনো অসুবিধা এর সম্যুখিন আপনি না হন,

আজ আমি আপনাকে জানাবো why digha is famous for ? where is digha situated ? how to reach digha ? best digha hotel, digha beach, new digha hotel,old digha hotel, police safety, best monsson to visit digha এবং অবশ্যই কিছু সুন্দর সুন্দর ছবি যেগুলি আমার মোবাইল থেকে তোলা তার সম্পর্কে ইত্যাদি,
কথা না বাড়িয়ে চলুন জেনে নেয়া যাক :
দিঘা এতো বিখ্যাত কেন ? – Why Digha Is Famous For ?
এটি মূলত সমুদ্রের পারে অবস্থিত, অর্থাৎ সমুদ্র কিনারা হওয়ার জন্যে আবহাওয়া খুব ভালো, তাই এতো পছন্দের,
এখানে কি কি রয়েছে দেখবার জন্যে – Things To See In Digha :
# ১ – দিঘা তে দুটি সমুদ্র পাড় রয়েছে প্রথমত : নতুন দিঘা আর দ্বিতীয়টা পুরাতন দিঘা,
তবে দুটোই ভালো, আর স্নানের জন্যে নতুন দিঘা ভালো, কারণ এর বালুচর খুব এ ভালো, যেটি পুরাতন দীঘা তে নাই,
সকালের সূর্য উদয় এবং সন্ধের বেলা সূর্যাস্ত খুবই সুন্দর লাগে,
# ২ -এখানে একটি বিজ্ঞান মঞ্চও রয়েছে,
# ৩ – অমরাবতী পার্ক ও রয়েছে :

এছাড়াও যদি আপনি নিজস্ব গাড়িতে করে এসে থাকেন, তাহলে তালসারি সহ শঙ্করপুর অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন,
দীঘা কোথায় অবস্থিত – Where Is Digha Actually Situated ?
এটি পূর্ব মেদিনীপুর এ উড়িষ্যার একদম বর্ডার এ অবস্থিথ,
কিভাবে দীঘা পৌঁছবেন – How To Reach Digha ?
আপনি যদি কলকাতা থেকে আসছেন তাহলে খুবই ভালো, এখান থেকে দিঘা যাওয়া সবথেকে সুবিধা,
আপনি রোড দিয়ে বাস অথবা প্রাইভেট ট্যাক্সি করে যেতে পারেন,
তবে বাস এ যাওয়া টা সুবিধের, আর কম খরচ এ হয়ে যাবে,
বাস গুলি আপনি ধর্মতলা থেকে অথবা হাওড়া থেকে ধরতে পারেন,
আর বাস এর ভাড়া খুবই সস্তা ধরে নিন ২০০ – ৩০০ টাকার মধ্যে হয়ে যাবে,
এয়ার কন্ডিশন যুক্ত বাস ও চলাচল করে থাকে,
ট্রেন ? অবশ্যই ট্রেন ও দিঘা পথে চলাচল করে, হাওড়া ওর সাঁতরাগাছি থেকে
সকাল ৮:১০ / ৬:৫৫ / সন্ধে ৪:৩৫ / ২:৩২ এ ট্রেন গুলি ছেড়ে থাকে সাঁতরাগাছি থেকে,
আপনি হাওড়া থেকে ট্রেন ধরতে পারেন,
কিছু ভালো দিঘার হোটেল – Good Hotel In Digha :
দিঘা সম্পর্কিত কিছু তথ্য যেগুলি হয়তো আপনি জানেন না – Digha Things You Don’t Know :

বন্ধুরা আসলে যেখানে এখন দিঘা অবস্থিত সেটির পূর্ব নাম ছিল বীরকুল,
১৯২৩ সালে একজন ইংরেজ নাম ছিল তার জন ফ্রাইনক স্মিথ,
যিনি এখানে বসবাস করতে থাকেন এবং ততকাল মিনিস্টার বিধান চন্দ্র রায় কে অনুরোধ করে এই জায়গাটি ডেভেলপ করার জন্যে দেখা করেন, এবং উনার অনুরোধে আজকের দিঘা যেটি আপনি দেখতে পাচ্ছেন,
অবশ্যই এখানে একটি চার্চ ও রয়েছে,
কখন দিঘায় ভ্রমণ ভালো – Best Monsoon To Visit In Digha :
আপনি গরম কালে এখানে আসলে তবে ভালো আবহাওয়া উপভোগ করতে পারবেন,
সেফটি টিপস যেগুলি আপনাকে মাথায় রাখতে হবে – Safety Tips For Digha :

পুলিশ প্রশাসন এর সাহায্য – Help Of Police :
Name of P.S. | OC Name | Contact |
---|---|---|
Digha | OC Krishnendu Pradhan | 9083269728 |
Digha Mohana | OC Binoy Manna | 9083269741 |
Contai Women | OC Anuska Maity | 9083269744 |
Bhupatinagar | OC Manas Chatterjee | 9083269716 |
নিচের থেকে ও সার্চ করে আপনি হোটেল বুক করতে পারেন :
আরো কিছু ছবি আমার মোবাইল থেকে :